নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। রোববার (৪ এপ্রিল) সন্ধার দিকে শীতলক্ষ্যা নদীর মদনগঞ্জ কয়লাঘাট এলাকায় এ লঞ্চ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ৫ নং লঞ্চঘাট থেকে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌছায়। জানা গেছে, ডুবে যাওয়া লঞ্চটির নাম রাবিতা আল হাসান। নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ রুটে যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চটি। প্রতিদিনের মতো রোববার যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার পথে শীতলক্ষ্যা নদীতে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। লঞ্চ দুর্ঘটনা খবর পেয়ে সন্ধ্যায় উদ্ধারকারী জাহাজ ও উদ্ধার কর্মীরা দুর্ঘটনাস্থলের ছুটে আসলেও বৃষ্টি ও প্রচন্ড বাতাসের জন্য উদ্ধার কাজ শুরু করতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১নারীর লাশ উদ্ধার ছাড়া হতাহতের পুর্ণ তথ্য সংশ্লিষ্ট কেউ দিতে পারেনি। উল্লেখ্য, সোমবার (৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ৭ দিনের লকডাউন। সারাদেশেই শুরু হয়েছে নিজ নিজ গ্রামেরর বাড়িতে ফিরার ভীড়। আজ সারা দিনই, নারায়ণগঞ্জ থেকে লঞ্চ, ট্রেন ও দুরপাল্লার গাড়ি গুলোতে ছিলো অতিরিক্ত যাত্রীর চাপ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।