নিজস্ব সংবাদদাতা :
শীতলক্ষ্যা নদীতে মর্মান্তিক লঞ্চ ডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি ও নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থার সেক্রেটারি তানভীর আহমেদ টিটু। এক শোকবার্তায় তিনি বলেন, প্রতিটি শোক সংবাদ হতাশার, বেদনার। গত ১৩ মাস ধরে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিনই মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে রোববার আবার শীতলক্ষ্যা নদীর তীরে লঞ্চ ডুবে ৩০ জন মানুষের প্রাণহানি ঘটেছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সত্যি বলতে আমি কোন ভাবেই নিজেকে সান্ত¡না দিতে পারছি না। পুরো পৃথিবীর এই ভয়ংকর ক্রান্তিকালে এমন দুর্ঘটনার কোন সান্ত¡না বা ব্যাখ্যা আমার জানা নেই। ভব্যিষৎ এ এমন অনাকাক্সিক্ষত দুর্ঘটনা আর একটি যেন না হয়, এমন বাংলাদেশ দেখবার প্রত্যাশা করি। সারাজীবনের জন্য পরপারে পাড়ি জমানো সকল আত্মার প্রতি শান্তি ও সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি। তিনি আরও বলেন, আমি প্রশাসনসহ সংশ্লিষ্টদের অনুরোধ করবো, নিহত পরিবারদের যেন সর্ব্বাত্বক সহযোগিতা করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।