Logo

লঞ্চডুবি ……….. নিহতের পরিবারদের অর্থ দেয়া হয়েছে

লঞ্চডুবি ……….. নিহতের পরিবারদের অর্থ দেয়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা :
জেলা প্রসাশনের পক্ষ থেকে লঞ্চডুবিতে নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে বলে জানা গেছে। শীতলক্ষ্যা নদীতে কার্গোধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ’র নির্দেশে ১টি ওবিআইডব্লউটিএর   চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের নির্দেশে ১টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (৪ এপ্রিল) রাতে জেলা প্রশাসক’র নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) খাদিজা তাহেরা ববিকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপর দিকে বিআইডব্লউটিএর চেয়ারম্যান’র নির্দেশে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বিআইডব্লউটিএর পরিচালক (নৌ নিরাপত্তা) রফিকুল ইসলামকে প্রধান করে। জেলা প্রশাসন থেকে ওই কমিটিকে আগামী ৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার সময় বেঁধে দিয়েছেন। অন্যদিকে, রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন নারায়ণগঞ্জ প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে মানবিক সহায়তা হিসেবে ২৫ হাজার টাকার সহায়তা প্রদান করবে বলে জানা গেছে।৩য় শীতলক্ষ্যা সেতু সংলগ্ন মদনগঞ্জ কয়লাঘাট এলাকায় রোববার সন্ধ্যায় শীতলক্ষ্যা নদীতে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যাওয়া মুন্সিগঞ্জগামী ছোট লঞ্চটিকে একটি কার্গো জাহাজ পিছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনার পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানিয়েছেন, ৪৬ জন ছিলো লঞ্চটিতে। ২০ জন সাতার কেটে পারে উঠতে পেরেছে। এদিকে, সন্ধ্যায় এক নারীর লাশ উদ্ধার করে স্থানীয়রা নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। আর রাত ২টা পর্যন্ত শীতলক্ষ্যা নদী থেকে আরও ৪ নারীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে সেখান থেকেই স্বজনদের দ্বারা লাশ শনাক্ত করে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com