হোমনা সংবাদদাতা :
কুমিল্লার হোমনায় সরকার ঘোষিত লকডাউন শিথিল করে ব্যবসা পরিচালনার সুযোগ চায় কাপড় ব্যবসায়ীরা। এদিকে স্বাস্থ্যবিধি অমাণ্য করায় উপজেলার চৌরাস্তা এবং পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ৯টি মামলায় ২১শ’ টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কুমিল্লার হোমনায় লকডাউন শিথিল করে দোকান খুলে ব্যবসায় সুযোগ চেয়ে ইউএনও’র সঙ্গে দেখা করেছেন কাপড় ব্যবসায়ীরা। এই লক্ষ্যে সোমবার সকালে উপজেলা সদরের আল রশিদ প্লাজা, খোরশেদ আলম মার্কেট ও অন্যান্য মার্কেটের শাতাধিক কাপড় ব্যবসায়ী বাজার কমিটির সভাপতির ডায়াগনস্টিক সেন্টারের সামনে জড়ো হয়ে পরে সভাপতি দেলোয়ার হোসেন সুবলের নেতৃত্বে সকাল ১১ টার দিকে দলবলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রুমন দের সঙ্গে সাক্ষাত করেন। সোমবার (৫ এপ্রিল) থেকে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় সারাদেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এতে আগের দিন রোববার থেকেই হোমনা উপজেলার কাপড় ব্যবসায়ীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। সোমবারের আলোচনায় ইউএনও রুমন দে উপস্থিত ব্যবসায়ীদের এক সপ্তাহ সরকারের নির্দেশ অনুযায়ী লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান। পরে পরিস্থিতি পর্যালোচনা করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী স্থানীয়ভাবে পদক্ষেপ নেওয়ার আশ^াস দেন। এদিকে লকডাউনে উপজেলার বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠান এবং দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সড়ক ও রাস্তায় সিএনজি, অটোরিক্সা এবং ছোট ছোট যানবাহন চলছে। দুপুরে করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে লকডাউন এবং স্বাস্থ্যবিধি অমাণ্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জনকে ২ হাজার ১ শ’ টাকা জরিমানা করেছেন। সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়া ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ। এ ব্যাপারে ইউএনও রুমন দে বলেন, কাপড় ব্যবসায়ীদের বলেছি, ‘সরকারের নির্দেশের বাইরে আলাদা করে সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। সরকার অনলাইনে ব্যবসা পরিচালনার সুযোগ রেখেছেন। করোনা ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। আপাতত তা মেনে চলার আহবান জানানো হয়েছে। পরে পরিস্থিতির বিবেচনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি অমাণ্য করে মাস্ক না পরা এবং যানবাহন চলাচলকারী ৯জনকে অর্থদন্ড দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার জানিয়েছেন, হোমনায় গত চব্বিশ ঘণ্টায় ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত হোমনায় ১৬৯৬ জনের মধ্যে ২৮৬ জনের করোন পজেটিভ এবং ২৭২ জন সুস্থ হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৬ জন এবং হোমন আইসোলেশনে আছেন ৮ জন। করোনার প্রথম ডোজের জন্য নিবন্ধন করা হয়েছে ৮৮১৮ জন এবং টিকা গ্রহণ করেছেন ৮০০৫ জন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।