Logo
HEL [tta_listen_btn]

এনসিসি’র জরুরি টেলিমেডিসিন সেবা চালু

এনসিসি’র জরুরি টেলিমেডিসিন সেবা চালু

নিজস্ব সংবাদদাতা:
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ঘরবন্ধি মানুষের জন্য জরুরি টেলিমেডিসিন সেবা চালু করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি)। মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আহবানে সিটি কর্পোরেশনের তিনটি অঞ্চলের ১৭ জন চিকিৎসক টেলিফোনে জরুরি স্বাস্থ্যসেবা দিবেন বলে জানিয়েছেন নগর স্বাস্থ্যসেবা প্রকল্পের ম্যানাজার ডা. মোঃ নেসার হাসান তমাল। হাঁচি, কাশি, সর্দি, জ্বর, গলা ব্যাথা, শরীর ব্যাথা এসব উপসর্গ ও শ্বাস কষ্ট থাকলে ২৪ ঘণ্টা জরুরী চিকিৎসা পরামর্শ পাওয়া যাবে।মঙ্গলবার (৬ এপ্রিল) চিকিৎসকদের নাম ও মোবাইলসহ বিস্তারিত তথ্য প্রকাশ করেছে সিটি কর্পোরেশন।জরুরি টেলিমেডিসিন সেবার পাশাপাশি করোনার নমুনা সংগ্রহে ২টি বুথ চালু করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। নগরভবনের বিপরীতে কিন্ডার কেয়ার স্কুলে নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ অঞ্চলের বাসিন্দারা নমুনা দিতে পারবেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনার নমুনা দেয়ার জন্য ০১৭১০৩০৬৬৪১ নাম্বারে যোগাযোগ করে প্রতি রোববার, মঙ্গলবার, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নমুনা দেয়া যাবে। অপরদিকে কদমরসুল অঞ্চলের বাসিন্দারা একই সময়ে প্রতি শনিবার, সোমবার, বুধবার ০১৯৫৪২০৫৫৭৫ নাম্বারে ফোন দিয়ে বন্দর সিরাজউদ্দৌলা ক্লাব সিটি মার্কেটে নমুনা দেয়া যাবে। নারায়ণগঞ্জ অঞ্চলে জরুরি চিকিৎসা পরামর্শ দিবেন, ডা. মোঃ নিজাম আলী ০১৮১৯-২৪২৪৮৫, ডা. মোঃ আরিফুর রহমান ০১৭১৫-১৫৪৪০১, ডা. গোলাম মোর্শেদ ০১৬৭০-৭৪৭৩৬২, ডা. জয়শ্রী সাহা ০১৬৭৩-৯০০২২৪, ডা. নিশী লিয়নী ০১৭৪০-০৬১৩০৫। সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ডা. মোঃ নেসার হাসান ০১৯১১-৪৪৮৭০৯, ডা. নাফিয়া ইসলাম ০১৬৮১-০৬৮৪৮২, ডা. আল-ওয়াজেদুর রহমান ০১৬৭৩-৬৫৭৯৪৫, ডা. আল-ওয়াসেফুর রহমান ০১৬৭১-৪০৭১৬৯, ডা. আব্দুর রব রনি ০১৭১১-১৩২৪৮৭।
কদমরসুল অঞ্চলে পরামর্শ দিবেন: ডা. মশিউর রহমান অপু ০১৮১৯-৪৯৫৪২২, ডা. শাহানা সুলতানা ০১৭৬৮-৪৬৪০২৬, ডা. মোঃ ফারুক আহাম্মদ ০১৭১৭-২৯৯৮৯৩, ডা. সাইফুল ইসলাম শাকিল ০১৮১৪-৪৭৭২৮১, ডা. মোঃ সাইদুল ইসলাম ০১৯৫৫-২১৫১৬৫, ডা. সাবেরা সুলতানা দিনা ০১৭৭৪-৪৩০৫৮৮, ডা. সুমাইয়া শিমু ০১৯০৮-৫৪৫২৪৮।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com