Logo
HEL [tta_listen_btn]

লকডাউন ও করোনকালীন সময় গ্রামীন নারী ও হতদরিদ্রদের পাশে দাড়িয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক আড়াইহাজার শাখা

লকডাউন ও করোনকালীন সময় গ্রামীন নারী ও হতদরিদ্রদের পাশে দাড়িয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক আড়াইহাজার শাখা

আড়াইহাজার সংবাদদাতা :

লকডাউন ও করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে গ্রামীন নারী ও হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে পাশে এসে দাড়িয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক আড়াইহাজার শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । করোনাকালীন সময়ে সরকার ঘোষিত প্রণোদনা ও কর্মসৃজন ঋণ প্রদান করে মানুষের ভালবাসা ও আন্তরিকতা কুড়িয়ে নিচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক আড়াইহাজার শাখা। এ বিষয়ে ব্যাংকের ম্যানেজার খোন্দকার মোহাম্মদ হাসান তারেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন প্রসূত এ ব্যাংক হতে দরিদ্রদের মাঝে করোনা মহামারী সময়ে ধারাবাহিকভাবে আর্র্থিক ঋণ সহায়তা দিয়ে যাওয়া হচ্ছে। ব্যাংকের ম্যানেজার আরো বলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: সোহাগ হোসেন স্যার এ বিষয়ে নানাভাবে পরামর্শ দিয়ে যাচ্ছেন।তিনি আরো বলেন, স্যারের আন্তরিকতা ও সহযোগীতা পেয়ে গরীব মানুষেরা করোনাকালীন এ সময়ে তাদের ভাগ্য পরিবর্তনে ঘুরে দাঁড়াতে শিখেছে।ম্যানেজার জনাব খোন্দকার মোহাম্মদ হাসান তারেক আরো বলেছেন, মুজিববর্ষে ও লকডাউনে আমরা আজকে ৫০ জন সদস্যের মাঝে ২২ লক্ষ টাকা ঋণ বিতরণ করেছি। উদ্যোগক্তা তৈরীর ক্ষেত্রে এ ধরণের কর্মসূচী গুরুত্বর্পূণ ভমিকা পালন করবে বলে আমি আশা করছি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com