নিজস্ব সংবাদদাতা:
দ্বিতীয় করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের প্রথম দিনে নারায়ণগঞ্জের ৮৭০ জন দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। তাদের মধ্যে পুরুষ ৫৮০ জন আর নারী ২৯০ জন। নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকালে এমন তথ্য প্রকাশ করা হয়। গত ৭ ফেব্রুয়ারি থেকে নারায়ণগঞ্জ জেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়। জেলার ৩০০ শয্যা হাসপাতাল, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালসহ ৪টি উপজেলা হাসপাতালে টিকা প্রদান কার্যক্রম করেন। মাত্র ৫৭ দিনের এই কর্মসূচিতে ১ লাখ ১১ হাজার ১৬০ জন প্রথম ধাপের টিকা গ্রহণ করেন। একজন ব্যক্তিকে দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে। তাই ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করেছে সরকার। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ হোসেন বলেন, ‘আজ থেকে তাদের দ্বিতীয় ডোজ শুরু হয়েছে। আমাদের কাছে পর্যাপ্ত টিকা মজুদ আছে, আশা করি আমরা দ্বিতীয় ধাপেও সকলকে এই টিকা দিতে পারবো।’
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।