আড়াইহাজার সংবাদদাতা:
আড়াইহাজারে ইয়াবাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গোপালদী পৌরসভাধীন মৌলভী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় গোপালদী ফাঁড়ি পুলিশ বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতরা হলো- মাধবদী থানার সাগরদী এলাকার মৃত ফজলুল করিমের ছেলে ছালাম (৩৬) ও আড়াইহাজার উপজেলার নগরডৌকাদী এলাকার নওশের আলীর ছেলে শাহ আলম (২৬)। গোপালদী ফাঁড়ি পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোপালদী পৌরসভাধীন মৌলভী বাজারে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রি করছে বলে গোপন সংবাদে পুলিশ সেখানে অভিযান চালান। সেখানে পুলিশের অবস্থান টের পেয়ে মাদক বিক্রেতারা দৌড়ে পালাতে থাকলে পুলিশ সেখান থেকে ২ দুজনকে আটক করে। পরে তাদের লুঙ্গির কোচ থেকে ৮ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।