Logo
HEL [tta_listen_btn]

বন্দর প্রেসক্লাবে সুরক্ষা সামগ্রী হস্তান্তর

বন্দর প্রেসক্লাবে সুরক্ষা সামগ্রী হস্তান্তর

বন্দর সংবাদদাতা:
প্রাণঘাতী মহামারী কোভিড-১৯ মোকাবেলায় নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে বন্দর প্রেসক্লাবে সাংবাদিকদের মাঝে সাবান,হ্যান্ড ওয়াস,স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় বন্দর প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান মোবারক হোসেন কমল খানের হাতে এ সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়। এ সময় বন্দর প্রেস ক্লাবের সভাপতি কমল খান বলেন,করোনার দ্বিতীয় ঢেউ চলছে। আমরা সচেতন হলেই আমাদের পরিবার তথা পুরো দেশ সুরক্ষিত থাকবে। সব সময় মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করতে হবে। সকলের মধ্যে জনসচেতনতা নিয়ে আসতে উৎসাহিত করতে হবে। এই মহামারিকে ঠেকানোর জন্য জনসচেতনতার বাইরে কোনো বিকল্প ব্যবস্থা নেই।এ সময় বন্দর প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান মোবারক হোসেন কমল খান ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সদস্য ও বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদযাপন কমিটির বন্দর থানা শাখার সদস্য সচিব আলহাজ¦ আবেদ হোসেন,বন্দর প্রেসক্লাবের সহসভাপতি কবির হোসেন,সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী,সদস্য মোঃ মাহাবুব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com