নিজস্ব সংবাদদাতা :
বাংলাদেশ কোস্টগার্ড স্টেশান পাগলার বিশেষ অভিযানে ১ হাজার কেজি (২৫ মণ) জাটকাসহ ইঞ্জিন চালিত কাঠের বোট জব্দ করা হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) সকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর ব্রিজের কাছাকাছি নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে আনুমানি ২৫ মণ (১ হাজার কেজি) জাটকাসহ এরটি ইঞ্জিন চালিত কাঠের বোট আটক করা হয়। আটক ইঞ্জিনচালিত কাঠের বোট পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত কোস্টগার্ডের জিম্মায় রাখার নির্দেশ দেন ফিশারি অফিসার। পরবর্তীতে আটক জাটকাসমূহ পাগলা স্টেশন কমান্ডার পাগলা লেফটেন্যান্ট আশমাদুল ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার সালমার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধভাবে মৎস্য আহরণ, জাটকা নিধন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।