Logo

ফেসবুক ব্যবহারে সতর্ক হতে বললেন এসপি

ফেসবুক ব্যবহারে সতর্ক হতে বললেন এসপি

নিজস্ব সংবাদদাতা :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারে সতর্ক থাকতে বলেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম। এসপি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন সাইটে সাইবার স্পেশাল ইউনিটের মাধ্যমে কঠোর নজরদারি করা হচ্ছে। এ জন্য সোশ্যাল মিডিয়াসহ যে কোন সাইটে, ব্যক্তিগত স্ট্যাটাস, পোস্ট, মন্তব্য ও শেয়ার নিয়ে সাধারণ মানুষকে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে। কোনো পোস্ট, স্ট্যাটাস, লাইভ ভিডিও কমেন্ট এগুলো খুব বুঝে শুনে করতে হবে। উত্তেজনাকর বক্তব্য ও কোনো গুজবের ভিডিও না বুঝে শেয়ার করে যে কোন সময় সাধারণ মানুষও বিপদে পড়তে পারেন।’ সোমবার (১৯ এপ্রিল) দুপুরে মুঠোফোনে তিনি এসব কথা বলেন। জেলা পুলিশের শীর্ষ এই কর্মকর্তা বলেন, ‘ইতোমধ্যে আমাদের সাইবার স্পেশাল ইউনিট পেট্রোলিংয়ের মাধ্যমে ফেসবুকসহ বিভিন্ন সাইটে কড়া নজরদারি করছে। সা¤প্রতিককালের বিভিন্ন ঘটনায় নানা স্ট্যাটাস ও মন্তব্য করে অনেকেই আটক হয়েছেন। তাই বিশেষ করে অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে বলছি, আপনারা আপনাদের সন্তানদের ফেসবুকসহ যোগাযোগ মাধ্যম বিভিন্ন সাইট ব্যবহারে কাউন্সিলিং করুন। কারণ যারা দুর্বৃত্ত তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য নানা ফাঁদ পাতার প্রস্তুতি নিচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য রয়েছে। এ জন্য সাধারণ মানুষকে অত্যন্ত সচেতনতার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সাইট চালনায় সচেতন হবে হবে। নইলে যে কোন সময় কারো অসচেতনতায় তাকে আইনের আওতায় আনা হবে। তাই অহেতুক হয়রানি থেকে বাঁচতে বিবেক বুদ্ধি খাটিয়ে নিজেকে নিরাপদ রাখুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com