নিজস্ব সংবাদদাতা :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে আটটার দিকে মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিষয়টি নিশ্চিত করে নাসিকের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের সচিব আনিসুর রহমান বলেন, সকালে কাউন্সিলর বাবুল স্ট্রোক করলে তাকে আল বারাকা হাসপাতালে নেওয়া হয়। সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে আছর নামাজের পর বন্দরের কুড়িপাড়া হাই স্কুল মাঠে জানাজার শেষে দাফন করা হয়। কাউন্সিলর কামরুজ্জামান বাবুল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। তিনি বিলুপ্ত কদমরসূল পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।