Logo
HEL [tta_listen_btn]

মুভমেন্ট পাসের আড়ালে মাদক পরিবহন, র‌্যাবের হাতে ৩২০ গ্রাম হেরোইনসহ ২ মাদকব্যবসায়ী আটক

মুভমেন্ট পাসের আড়ালে মাদক পরিবহন, র‌্যাবের হাতে ৩২০ গ্রাম হেরোইনসহ ২ মাদকব্যবসায়ী আটক

সংবাদ বিজ্ঞপ্তি:
সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাদক বিরোধী অভিযানে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাব নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট, মাদকদ্রব্য মজুদকারী ও বাজারজাতকারীদের চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে। র‌্যাব-২ সব সময়ই মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ অবদান রেখে চলেছে।র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, মাদক ব্যবসায়ীদের একটি চক্রের কতিপয় সদস্য মাদকের একটি বড় চালান নিয়ে সীমান্ত এলাকা হতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট হস্তান্তরের উদ্দেশ্যে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ মাদক চালানটি আটক করার জন্য গোয়েন্দা নজরদারি শুরু করে এবং চালানটির গতিবিধি অনুসরণ করতে থাকে। বৃহস্পতিবার (২২ এপ্রিল)সাড়ে ৩টায় র‌্যাব-২ এর আভিযানিক দল রাজধানী ঢাকার মোহাম্মদপুর থানাধীন টাউনহল মার্কেটের সামনে পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে আন্তঃ জেলা মাদক কারবারী চক্রের সদস্য মোঃ সৌমিক আহম্মেদ সিদ্দিকী (৪২), পিতাঃ মৃত হারুন আর রশিদ সিদ্দিকি’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বর্তমানে করোনা পরিস্থিতিতে মাস্কের ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা থাকায় মাস্ক/ স্যানিটাইজার সাপ্লাইয়ের মুভমেন্ট পাস নিয়ে তার অন্তরালে সে দেশের বিভিন্ন এলাকা হতে মাদক বহন করে নিয়ে আসে এবং তা রাজধানীর বিভিন্ন মাদক কারবারীদের নিকট হস্তান্তর করে। গ্রেফতারকৃত আসামী দীর্ঘ দিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদক ক্রয় করে সুকৌশলে ঢাকায় নিয়ে এসে সরবরাহ ও বিক্রয় করে আসছিল।গ্রেফতারকৃত আসামী থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com