Logo
HEL [tta_listen_btn]

মুমূর্ষু রোগীর সঙ্গী ‘ভালোবাসার হাত’

মুমূর্ষু রোগীর সঙ্গী ‘ভালোবাসার হাত’

দেশের আলো ডেস্ক:
হাসপাতালে নিবিড়পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সঙ্গে যুদ্ধরত কোভিড-১৯ রোগীকে নিষ্ঠুর এক নিঃসঙ্গ জীবনযাপন করতে হয়। পরিবার পরিজন ও বন্ধুবান্ধবের সঙ্গ ছাড়া হয়ে তাকে হাসপাতালের বিছানায় কাটাতে হয় দিনের পর দিন। নিঃসঙ্গ এসব রোগীকে ভালোবাসার স্পর্শ দিতে অভিনব কৌশল বের করেছেন ব্রাজিলের সাও পাওলো রাজ্যের ছোট্ট শহর সাও কার্লোসের দুই নার্স। তারা একটি গ্লাভসের ভেতর কিছুটা গরম পানি ভরে বিশেষ কায়দায় রোগীর হাতের উপর এমনভাবে রাখছেন যাতে সেই গ্লাভসের  সাহায্যে রোগীরা মানুষের হাতের উষ্ণতা অনুভব করছেন। সাও কার্লোসের সান্তা ফেলিসিয়া ইমার্জেন্সি কেয়ার ইউনিটের নার্স সেমেই আরাউজো কুনহা ও ভেনেসা ফরমেন্তন এই কৌশল অবলম্বন করছেন। তারা গেভসটির নাম দিয়েছেন ‘ভালোবাসার হাত’। লেটেক্স মেডিক্যাল গ্লাভস গরম পানিতে পূর্ণ করে নেন কুনহা ও ভেনেসা। এরপর তারা পানিপূর্ণ বেলুনের মতো সেগুলি বেঁধে ফেলেন। এরপর তারা আইসিউতে থাকা প্রত্যেক রোগীর এক হাতের উপর একটি করে গ্লাভস রেখে দেন।
কুনহা বলেন, রোগীরা এতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ভেনেসা মনে করেন, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীরা তাদের হাতে হাত রেখে কেউ সঙ্গে রয়েছে বলে অনুভব করেন। এ দুই নার্স প্রায়এক মাস আগে এ পদ্ধতির প্রয়োগ করেছিলেন। স¤প্রতি ব্রাজিলে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহভাবে বেড়ে গিয়েছে। দৈনিক মৃত্যুর হিসাবে ব্রাজিল এখন বিশ্বের শীর্ষে অবস্থান করছে। মোট মৃত্যুর সংখ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই দেশটির অবস্থান। সাও কার্লোস শহরের আশপাশের হাসপাতালগুলিতেও এখন কৌশলটি ব্যবহার করছেন স্বাস্থ্যকর্মীরা। তাৎক্ষণিক ফলাফল পাওয়ায় ‘ভালবাসার হাত’ এর প্রশংসা করছেন সবাই। কুনহা বলেন, এই কৌশলের ব্যবহারে রোগীর পরিবর্তন দ্রত ঘটছে, এটি দুর্দান্ত!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com