Logo

গেটের ছাদ ধসে শ্রমিক নিহত

গেটের ছাদ ধসে শ্রমিক নিহত

সিদ্ধিরগঞ্জে সংবাদদাতা:
সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন গেটের ছাদ ধসে আশরাফুল ইসলাম (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় ডিএনডি পাম্প হাউজের নির্মাণাধীন গেটের ছাদ ধসে এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ৬ শ্রমিক আহত হন।
নির্মাণাধীন গেটের ছাদ ধসের ঘটনায় আহত আশরাফুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ৬ শ্রমিক হলেন- মিরন (২৮), জহির (২০), বাদশা মিয়া (৩৫), এনামুল (২৪), হাবিবুর রহমান হাবিব (২৫) ও আব্দুল মোতালেব (৩০)। এ বিষয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা জানান, একজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় আমরা নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। আহত শ্রমিকরা সিদ্ধিরগঞ্জের সুগন্ধা হাসপাতালসহ আশপাশের হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com