Logo

তল্লায় গ্যাস বিস্ফোরণ ………………………. ঘটনাস্থলে পৃথক ২তদন্ত কমিটি ডিএমসিএইচ এর বার্ণ ইউনিটে গুরুতর দগ্ধ আলেয়ার মৃত্যু

তল্লায় গ্যাস বিস্ফোরণ ………………………. ঘটনাস্থলে পৃথক ২তদন্ত কমিটি ডিএমসিএইচ এর বার্ণ ইউনিটে গুরুতর দগ্ধ আলেয়ার মৃত্যু

ফতুল্লা সংবাদদাতা:
নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় একটি ভবনের তিনতলার ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনার পরে গঠিত পৃথক দুই তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার (২৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই দুই কমিটির তদন্ত সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করেন।প্রথমে ঘটনাস্থলে হাজির হয় জেলা প্রশাসন কর্তৃক গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটির সদস্যরা। এর পর এসে উপস্থিত হয় তিতাস কর্তৃপক্ষ কর্তৃক গঠিত তদন্ত করে প্রতিনিধিরা।
তিতাসের নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসের ২ কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের পরিচালক (অপারেশন) অতিরিক্ত দায়িত্ব শফিকুল ইসলাম খান, কমিটির সদস্য নরসিংদী আঞ্চলিক অফিসের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব ও ব্যবস্থাপক প্রকৌশলী বোরহান উদ্দিন। পৃথক তদন্ত কমিটির সদস্যরা সে সময় বাড়িটির মালিক, ভাড়াটিয়া ও আশপাশের লোকজনের সাথে কথা বলেছেন। কমিটির সদস্য তিতাস গ্যাসের নরসিংদী আঞ্চলিক অফিসের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করলাম। কবে নাগাদ প্রতিবেদন জমা দেওয়া হবে, তা এখনও বলা যাচ্ছে না।
অপরদিকে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন থেকে গঠন করা ৭ সদস্যের তদন্ত কমিটির প্রধান নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার জানান, পশ্চিম তল্লায় একটি ভবনের তিনতলার ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমাদের তদন্ত অব্যহত আছে, খুব শীঘ্রই আমরা তদন্ত রিপোর্ট জমা দিবো। এছাড়া দগ্ধ যারা বার্ণ ইউনিটে ভর্তি আছেন তাদের সার্বক্ষণিক খোঁজ খবর নেয়া হচ্ছে। দুঃখজনক বিষয় হলো দগ্ধ হওয়া এক নারীর মৃত্যু হয়েছে, জেলা প্রশাসকের পক্ষ থেকে তার দাফনের ব্যবস্থা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকিসহ প্রশাসনের একটি টিম। গত ২৩ এপ্রিল ভোরে শহরের পশ্চিম তল্লা এলাকায় একটি ভবনের তিনফ্ল্যাট বাড়িতে গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে এক শিশুসহ দুটি পরিবারের ১১ জন দগ্ধ হয়। তাদের মধ্যে শিশুসহ ৬ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভর্তি করা হলে রোববার সকালে এক জনের মৃত্যু হয়।
দগ্ধ আলেয়া বেগমের মৃত্যু
সদর উপজেলার পশ্চিম তল্লার জামাই বাজারে তিন তলা ভবনের ফ্ল্যাটে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আলেয়া বেগম (৪০) মারা গেছেন। সোমবার (২৬ এপ্রিল) রাত ৩টায় শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিস্ফোরণে আলেয়া বেগমের শরীরের ৯৫ ভাগ পুড়ে গিয়ে ছিল।
মৃত্যুর বিষয় নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল(ডিএমসিএইচ)ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় আলেয়া বেগমের মৃত্যু হয়। তার শরীরের ৯৫ ভাগ অংশ পুড়ে গিয়েছিলো। প্রসঙ্গত, শুক্রবার (২৩ এপ্রিল) ভোর ছয়টার দিকে ফতুল্লার তল্লা জামাই বাজার এলাকার মফিজুল ইসলামের নির্মাণাধীন চারতলা ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে এই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরের দুইটি দেয়াল ধসে পড়ে। বিস্ফোরণে কয়েকজন নারী ও এক শিশুসহ দুই পরিবারের ১১ জন দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে ৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাকিদের সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে বার্ণ ইউনিটের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন মৃত আলেয়া বেগমের স্বামী হাবিবুর রহমান ও শাশুড়ি সামান্তা বেগম। এ ছাড়া বার্ণ ইউনিটে চিকিৎসাধীন আছেন সামিউল, মীম, তার ৩ মাস বয়সী ছেলে মাহির ও লিমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com