নিজস্ব সংবাদদাতা:
সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের মধ্যেও করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) তার কার্যক্রম অব্যাহত রেখেছে। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করোনার টিকা প্রদান, বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে টেলিমেডিসিন সেবা ও সড়কে জীবাণুনাশক পানি ছিটানো কার্যক্রমসহ বিভিন্ন নাগরিক সেবা দিয়ে যাচ্ছে তারা। একই সাথে চলছে মশক নিধন কর্মসূচিও। সোমবার (২৬ এপ্রিল) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১ হাজার ২০ জনকে করোনার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন, ৬৯ জনকে টেলিমেডিসিন সেবা প্রদান করেছে। এছাড়া ৩ টি গাড়ির মাধ্যমে নগরীর প্রধান প্রধান সড়ক ও হাসপাতালের সামনে ২৮ হাজার লিটার জীবাণুনাশক পানি ছিটিয়েছে। সিটি করপোরেশনের ফেসবুক পেজে এই তথ্য প্রকাশ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল আমিন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আহবানে সাড়া দিয়ে নাসিকের গঠিত মেডিকেল টিম টেলিমেডিসিনের মাধ্যমে এখন পর্যন্ত ৪৩৭ জনকে সেবা দিয়েছেন। করোনার নমুনা সংগ্রহের জন্য অনুরোধ করেছেন ৪৭৫ জন। যার মধ্যে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬১ জনের। এর মধ্যে করোনা পজেটিভ হয়েছেন মোট ৯৪ জন। করোনার দ্বিতীয় ঢেউ চলাকালীন নাসিকের পক্ষ থেকে দুই জনের মৃতদেহ সৎকার করা হয়েছে। এই পর্যন্ত সিটি করপোরেশনের আওতায় করোনার ১ম ডোজের টিকা নিয়েছেন ৩৬ হাজার ৪২১ জন ও ২য় ডোজের টিকা নিয়েছেন মোট ১৩ হাজার ৫৬৪ জন। কোভিড পরিস্থিতিতে গত কয়েকদিনে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে ৩টি গাড়ি দিয়ে এ পর্যন্ত মোট ৪ লাখ ১৩ হাজার লিটার জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে। এছাড়া মশক নিধন কার্যক্রমের আওতায় নাসিকের ২৭টি ওয়ার্ডে ১৩৫ জন ও স্পেশাল টিমে আরও ৩৫ জন মশক নিধন কর্মী প্রতিদিন মশার ওষুধ ছিটানোয় কাজ করছে। পাশাপাশি নগরীর ২৭টি ওয়ার্ডে মোট ১ হাজার ১২ জন পরিচ্ছন্নকর্মী ওয়ার্ডগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে কাজ করছে বলেও জানায় নাসিক।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।