Logo

কাভার্ডভ্যান চাপায় মা-মেয়ে নিহত স্পট: এশিয়ান হাইওয়ে সড়কে চরপাড়া এলাকা

কাভার্ডভ্যান চাপায় মা-মেয়ে নিহত স্পট: এশিয়ান হাইওয়ে সড়কে চরপাড়া এলাকা

রূপগঞ্জসংবাদদাতা:
রূপগঞ্জে নারিশ পোল্ট্রিফিডের কাভার্ডভ্যানের চাপায় রুবি আক্তার (৩১) ও তার বড় মেয়ে ফাতেমা-তুজ জোহরার (১২) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে ছোটমেয়ে নাফিজা (৬) এবং অটোরিকশা চালক হুমায়ুন মিয়া (৩২)। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়ক নামে পরিচিত ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবি আক্তার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকার নজরুল ইসলামের স্ত্রী ও তার বড় মেয়ে ফাতেমা-তুজ-জোহরা। ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মাহবুবুর রহমান জানান, দুপুরে বিরাবো নিজবাড়ী থেকে রুবি আক্তার, তার মেয়ে ফাতেমা-তুজ- জোহরা ও ছোটমেয়ে নাফিজা আক্তারকে সাথে নিয়ে অটোরিকশা যোগে বাবার বাড়ী কালাদীর উদ্দেশ্য রওনা হয়। অটোরিকশাটি এশিয়ান হাইওয়ে সড়কের চরপাড়া এলাকায় পৌছুলে গাজীপুরগামী নারিশ পোল্ট্রি ফিডের কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-১২-১৮৪১) অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রুবি আক্তার ও তার বড় মেয়ে ফাতেমা তুজ জোহরা। এসময় আহত হয় ছোটমেয়ে নাফিজা আক্তার (৬) ও অটোরিকশা চালক হুমায়ুন (৩২)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ডভ্যানসহ চালক গাজীপুরের কাপাসিয়া থানাধীন চিনাঢুলি এলাকার দিনেশ চন্দ্রের ছেলে তপন চন্দ্র রায় ও হেলপার তরগাও এলাকার কাদের মাঝির ছেলে তারেক মাঝিকে আটক করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com