Logo

কালিয়া থানায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিয়া থানায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল, :

যে কোন মূলে নড়াইলের আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। নড়াইলে যোগদানের দুই মাস পূর্তীতে অপরাধ নিয়ন্ত্রনে করনীয় বিষয়ে এলাকার জনপ্রতিনিধি ও সুশিল সমাজের সঙ্গে মঙ্গলবার জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় পুলিশ সুপার এ অভিমত ব্যক্ত করেন। অপরদিকে আজ বুধবার (২৮এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কালিয়া থানায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভার শুরুতে কালিয়ার বিভিন্ন এলাকা থেকে সভায় অংশ নেয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগন নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে মতামত তুলে ধরেন। পুলিশের পক্ষ থেকে অপরাধ দমনে কঠোর অবস্থান ব্যক্ত করেন অতরিক্তি পুলশি সুপার প্রণব কুমার সরকার। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক, সন্ত্রাসসহ আইনশৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে যেই জড়িত থাক তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। সমাজের শান্তি বিনষ্টকারি কাউকেই ছাড় দেয়া হবে না। এ লক্ষ্যে তিনি উপস্থিত সবার সহযোগিতা কামনা করে আরো বলেন, সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে অপরাধ দমনের মধ্য দিয়ে সামাজিক নিরাপত্তা ও শান্তি সুরক্ষাসহ বন্ধু সুলভ আচারণ বজায় রেখে পুলিশের সেবা প্রার্থী সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগন ছাড়াও কালিয়া উপজলো আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, ৫নং সালামাবাদ ইউপি চেয়ারম্যান এফ এম শামীম, ইলিয়াসাবাদ ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মল্লিক ফিরোজ আহম্মেদ, হামিদপুর ইউপি চেয়ারম্যান পলি বেগমসহ অন্যান্য চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com