Logo
HEL [tta_listen_btn]

ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের মানববন্ধন

ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা:
মণ প্রতি বোরো ধানের দাম ১৫শ’ টাকা নির্ধারণ, প্রতি ইউনিয়নে ক্রয়কেন্দ্র খুলে খোদ কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা, কৃষকের কাছ থেকে কমপক্ষে ৫০ লাখ টন ধান ক্রয়, ক্ষেতমজুরদের জন্য গ্রামীণ রেশনিং চালু করার দাবিতে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কৃষকনেতা বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ, কৃষক নেতা আনোয়ার হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, এ সময় বোরো ধানের মৌসুম চলছে। কৃষকরা বিভিন্ন এনজিও ও কৃষি ব্যাংক থেকে লোন নিয়ে ফসল ফলিয়েছে। ফলে তারা ধান বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করে। কিন্তু তাদের উৎপাদন খরচের কম দামে বাজারে ধান বিক্রি করতে হচ্ছে। আমরা সরকারের কাছে মণ প্রতি ১৫শ’ টাকা ধানের দাম নির্ধারণের দাবি জানাই। এবার সরকার সাড়ে ১১ লাখ টন চাল ও সাড়ে ৬লাখ টন ধান ক্রয় করার সিদ্ধান্ত করে। প্রথমত এটি একেবারে অপ্রতুল। কমপক্ষে ৫০ লাখ টন ধান ক্রয় করা দরকার। মিল মালিকদের স্বার্থে ধানের থেকে বেশী চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। প্রতি ইউনিয়নে ক্রয়কেন্দ্র না থাকায় খোদ কৃষকরা গুদামে ধান বিক্রি করতে পারছে না। কৃষকদের থেকে কম দামে ধান কিনে সরকার নির্ধারিত দামে গুদামে ধান দিচ্ছে সরকারি দলের লোকেরা। শুধু তাই নয়, গ্রামীণ ক্ষেতমজুরদের সারা বছর কাজ নেই। ফলে প্রায় ৭ মাস তাদের খুবই কষ্টে চলতে হয়। আর্মি, পুলিশ রেশন পায় অথচ গ্রামীণ ক্ষেতমজুররা রেশন পায় না। নেতৃবৃন্দ সার, বীজসহ কৃষি উপকরণের দাম কমানোসহ কৃষি-কৃষক ও দেশ বাঁচানোর জন্য সরকারের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com