Logo

৫ পুলিশ ইন্সপেক্টর বদলি!

৫ পুলিশ ইন্সপেক্টর বদলি!

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা পুলিশের পাঁচ ইন্সপেক্টরকে জেলার বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের নির্দেশে এই বদলি করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আমাদের নিয়মিত রুটিনের একটি অংশ হিসেবে তাদের বদলিকরা হয়েছে। জানা গেছে, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) ইন্সপেক্টর ইকবাল হোসেনকে সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রে বদলি করা হয়েছে। এদিকে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আহসান উল্লাহকে তার স্থানে ডিআইও-২ হিসেবে বদলি করা হয়। অন্যদিকে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলামকে বদলি করে সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) এর দায়িত্ব দেওয়া হয়েছে। সোনারগাঁয়ের ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্বে থাকা শেখ তবিদুর রহমানকে আড়াইহাজার থানার প্রত্যন্ত অঞ্চল কালাপাহাড়িয়ার ফাঁড়িতে বদলি করা হয়েছে। একই সাথে বন্দরের সাবেক ইন্সপেক্টর (তদন্ত) তারিকুল ইসলামকে বদলি করে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) এর দায়িত্ব দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com