Logo
HEL [tta_listen_btn]

নাসিম ওসমানের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

নাসিম ওসমানের ৭ম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ-৫ আসনের চারবারের নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য একেএম নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ২০১৪ সালের ৩০ এপ্রিল ভারতের দেরাদুনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রয়াত এই সাংসদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রূহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন পরিবারের সদস্য ও স্বজনরা। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পাশাপাশি অনুসারী নেতা-কর্মীরা বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদের আয়োজন করেছেন। নাসিম ওসমান ১৯৫৩ সালের ৩১ জুলাই জন্মগ্রহণ করেন। ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ এবং ২০১৪ সালে তিনি সদর ও বন্দর নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাবা ভাষাসৈনিক একেএম সামসুজ্জোহা ১৯৭০ ও ৭৩ সালে তার আসনেরই সংসদ সদস্য ছিলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে নাসিম ওসমান ভারতে চলে যান। সেখানে গেরিলা যুদ্ধ প্রশিক্ষণ শেষে দেশে ফিরে এসে যুদ্ধ করেন। নাসিম ওসমানের ছোট দুই ভাইও সংসদ সদস্য। নাসিম ওসমানের মৃত্যুর পর তাঁরই আসনে উপনির্বাচনে মহাজোটের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তার ছোট ভাই একেএম সেলিম ওসমান। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসনে নির্বাচিত হয়ে সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন তিনি। আরেক ভাই একেএম শামীম ওসমান ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ আসনে তৃতীয় বারের মতো সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নাসিম ওসমান ১৯৭৫ সালের ১৪ আগস্ট পারভীন ওসমানকে বিয়ে করেন। বিয়েতে শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালও উপস্থিত ছিলেন। ছেলে আজমেরী ওসমান ছাড়াও তার আরও দুই মেয়ে রয়েছে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৈত্রিক বাড়ি ‘হীরা মহল’সহ বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রতিবছরই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে তার সমাধি জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, এবারও রয়েছে এই আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com