রূপগঞ্জসংবাদদাতা:
৭১ সালে মুক্তিযুদ্ধকালীন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার খান পিনু (পিনু কমান্ডার) বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১২ টারদিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যু বরণ করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মরহুমের চাচাতো ভাই রাসেল জানায়, গত ৩ এপ্রিল হয় আব্দুল জব্বার খান পিনু করোনা ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে উনাকে রাজধানীর রাশমনো হাসপাতালে ভর্তি করা হয়। ১২ এপ্রিল করোনা নেগেটিভ হয়। ২৫ এপ্রিল শারিরীক অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টারদিকে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।