Logo

কাঁচপুরের ত্রাস টাইগার মোমেন গ্রেফতার

কাঁচপুরের ত্রাস টাইগার মোমেন গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি:
অবশেষে গ্রেফতার হলেন ডজন মামলার আসামী কাঁচপুরের ত্রাস টাইগার মোমেন। উদ্ধার করা হয়েছে তাজা গুলিসহ ১টি বিদেশী পিস্তল। ‘মোমেন বাহিনী’ প্রধান টাইগার মোমেন গ্রেফতার হওয়ায় এলাকাবাসী স্বস্তির নিশ^াস ফেলছেন। তারা এই সন্ত্রসীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র‌্যাব-১১, সিপিএসসি’র অভিযানে শুক্রবার(৩০এপ্রিল)দুপুর ২ টায়নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুরওলামানগর এলাকা হতে হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ প্রায় ডজন খানেক মামলার আসামী ‘মোমেন বাহিনী’র প্রধান সাব্বির হোসেনমোমেন টাইগার মোমেন (৩১) ও তার ১ সহযোগীকেগ্রেফতার করা হয়। গ্রেফতারারকৃত সহযোগীর নামমোঃ বুলবুল ভ‚ঁইয়া (৩৭)। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ম্যাগাজিন ভর্তি ১টি বিদেশী পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি, ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ১ লিটার বাংলা মদ, মাদক বিক্রয়ের নগদ ১০,০০০/- টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা করা হয়। এলাকাবাসী সূত্রে ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল কাঁচপুর এলাকায় মাদক ব্যবসা, তেলচুরি, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত শতাধিক দুস্কৃতিকারীদের সমন্বয়ে মোমেন এর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে যা এলাকায় ‘মোমেন বাহিনী’ নামে পরিচিত। এলাকার মূর্তিমান আতঙ্কের নাম এই ‘মোমেন বাহিনী’। এই বাহিনীর ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পায় না। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে এই সন্ত্রাসী বাহিনী গাড়ি হতে জ¦ালানী তেল চুরি, পরিবহনে ছিনতাই ও ডাকাতি এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। ‘মোমেন বাহিনী’র প্রধানসাব্বির হোসেনমোমেন টাইগার মোমেন (৩১) নিজেকে কখনও র‌্যাব আবার কখনও পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে তার অপরাপর সহযোগীদের যোগসাজশে অভিনব কৌশলে মহাসড়কে ছিনতাই ও ডাকাতি করে। হত্যা, ছিনতাই, ডাকাতি ও মাদকসহ প্রায় ডজনখানেক মামলার আসামী ধূর্ত অপরাধী মোমেনকে নিয়ে সম্প্রতি বেশ কয়েকটি পত্র-পত্রিকায় অনুসন্ধানীমূলক রিপোর্ট হয়। উক্ত অনুসন্ধানী রিপোর্টের পরিপ্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল কাঁচপুর এলাকার মূর্তিমান আতঙ্ক সন্ত্রাসী গ্রæপ ‘মোমেন বাহিনী’র প্রধান সাব্বির হোসেনমোমেন টাইগার মোমেনসহ তার অন্যান্য সহযোগীদের উপর কঠোর গোয়েন্দা নজরদারী শুরু করে। পরবর্তীতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৩০এপ্রিল দুপুর ২ টায় অভিযান চালিয়ে মাদক ও বিদেশী পিস্তলসহ উল্লিখিত আসামীদের হাতে-নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com