যশোরের কেশবপুরের নুড়িতলা বাজারে বিদ্যুতের লাইন এর শর্ট সার্কিট থাকাই দোকান ঘরে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে ছায়
আবুল বাশার যশোর সংবাদদাতাঃ
যশোরের কেশবপুরেরর নুড়িতলা বাজারে মুদিখানার দোকান ঘরে আগুন লেগে দোকানটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় বাজার সুত্রে জানা যাই ঐ দোকানের মালিক মিজানুর রহমান, আগুন লাগার বিষয়টা তার কাছে জানতে গেলে জানা যায় ঐ দোকানের পাশে তার ভাই মমিনুর রহমান বলেন আমি যখন বাড়ি উঠানে দাড়িয়ে ছিলাম তখন আমার কাছে প্লাসটিক পোড়ার গন্ধ লাগে কিন্তু আমি মনে করেছিলাম হয়তো বাজারে ময়লা পোড়ার গন্ধ আসছে কিন্তু আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে দোকানের চালের উপরে আগুনের গোলা দেখা গেলে আমি চিৎকার করি, চিৎকার শুনে বাজারের পাশে সোম নামের এক প্রতিবেশির বাড়িতে ঘরের ছাদ ঢালাই দেওয়া লোক ও আমি আমার ভাই ও গ্রামবাসি মিলে বাল্তিতে পানি বহণ করে আগুন নিয়নত্রণে আনতে সক্ষম হই , আগুন নিয়নত্রণে আনার পরে জানাগেছে দোকানে বিদ্যুতের লাইনে শর্ট-সার্কিট ছিল। তাই আগুন লাগেছে ভাইয়ের পাশে আমার দোকান থাকায় আমার দোকানও সামান্ন পুড়ে গেছে কিন্তু আমার তেমন কিছু ক্ষয় ক্ষতি হয়নি তবে ভাইয়ের দোকানটি আগুনে পুড়ে যাওয়াই আনুমানিক ২লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে তবে কোন মানুষের ক্ষই ক্ষতি হয়নি বলে জানান তিনি