Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জে ২৪ ঘণ্টায় ২৮ করোনা রোগী

না’গঞ্জে ২৪ ঘণ্টায় ২৮ করোনা রোগী

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৮ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১২ হাজার ৯৩৯ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ২১০ জন। সোমবার (৩ মে) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৮ জন, সদরে ৫ জন, আড়াইহাজারে ১ জন ও রূপগঞ্জে ১৪ জন আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১০৭ জন ও আক্রান্ত ৫ হাজার ৪ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৪১ জন ও আক্রান্ত ২ হাজার ৬৭৫ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৮১৫ ও মারা গেছেন ৮ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৮৬৯ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ১ হাজার ২০০ জন ও মারা গেছেন ৩৬ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৭৬ জন। জেলায় এই পর্যন্ত মোট ১ লাখ ৩ হাজার ৮৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৩৪ জনের।
করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ১১ হাজার ৭৩২ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৪ হাজার ৫৩৩ জন, সদর উপজেলার ২ হাজার ৪৩৭ জন, রূপগঞ্জের ২ হাজার ১৫৮ জন, আড়াইহাজারের ৮৩৮ জন, বন্দরের ৭০১ ও সোনারগাঁয়ের ১ হাজার ৬৫ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com