Logo
HEL [tta_listen_btn]

না’ঞ্জের চিত্র দেখে ভয় লাগছে -মেয়র আইভী

না’ঞ্জের চিত্র দেখে ভয় লাগছে -মেয়র আইভী

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে নারায়ণগঞ্জ শহরের সব মানুষই রাস্তা এবং বিপনী বিতানে ব্যস্ত রয়েছেন। এমন চিত্র দেখে আমার ভয় লাগছে।নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতিতেও সড়কে মানুষের আনাগোনা, স্বাস্থবিধি উপেক্ষা, মার্কেটে উপচে পড়া ভিড় গভীর উদ্বেগের কারণ। রোববার (২ মে) করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানোর জন্য ‘চলমান লকডাউন পরিস্থিতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ’ বিষয়ে এক ভার্চ্যুয়াল সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ভার্চ্যুয়াল সভায় উপস্থিত ছিলেন ৯টি সিটি করপোরেশনের মেয়র, সচিব, পুলিশের আইজিপি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা। বৈঠক প্রসঙ্গে সিটি করপোরেশনের মেয়র বলেন, ‘আমি বলেছি নারায়ণগঞ্জের চিত্র দেখে ভয় লাগছে। নারায়ণগঞ্জ শহরে প্রচুর মানুষ বসবাস করে। কঠিনভাবে নির্দেশনা না দিলে সামলানো মুশকিল হবে।’ তিনি বলেন, ‘মনে হচ্ছে যেন এই শহরের সব মানুষই রাস্তায় ও বিপণিবিতানে।’ স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়াল সভায় ঈদে পোশাকশ্রমিকদের ছুটি না দেওয়ার প্রস্তাব ও পরিবহন খাতকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com