মনিরামপুরে জনপ্রিয় মুড়ি মিল সহ ৩ প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের জরিমানা
আবুল বাশার যশোর সংবাদদাতা :
যশোরের মণিরামপুরের রাজগঞ্জ রোডে তাহেরপুরে অবস্থিত জনপ্রিয় মুড়ি কারখানায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৫ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। বিএসটিআই’র অনুমোদন না থাকায় এবং পণ্যের মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় মুড়ি কারখানার মালিক নারায়ন চন্দ্রকে এই জরিমানা গুনতে হয়েছে। এছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার জন্য উপজেলার রাজগঞ্জ বাজারের মেসার্স রায় এণ্ড ব্রাদার্সের মালিক গৌতম রায়কে একই অভিযানে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ইউএনও। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর অঞ্চলের সহকারী পরিচালক খালিদ বিন ওয়ালিদ উপস্থিত ছিলেন। এদিকে ইউএনও’র উপস্থিতিতে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক খালিদ বিন ওয়ালিদ রাজগঞ্জ বাজারের তামিম জেনারেল স্টোরে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য রাখার অপরাধে মালিককে চার হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চসহকারী সাইফুল ইসলাম বলেন, বিএসটিআই’র অনুমোদন না থাকায় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখাসহ নানা অভিযোগে পৃথক অভিযানে তিন প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও সৈয়দ জাকির হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।