নিজস্ব সংবাদদাতা:
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ও সহায়তায় কর্মহীন সকল শ্রেণীর পেশাজীবীকে সহায়তার আওতায় আনতে পেরেছি। কঠিন এ কাজটিকে খুব সহজভাবে করতে পেরে আমরা আনন্দিত। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন। বুধবার (৫ মে) বন্দরের লাঙ্গলবন্দের বেদেপল্লীতে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।ভাসমান বেদেদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসহায়তা তুলে দেবার পর বেদেপল্লীতে গিয়ে তাদের খোঁজ-খবর নেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের কর্মহীন সকল শ্রেণী পেশার মানুষকে আমরা এ সহায়তায় আওতায় এনেছি এবং এটি ভবিষ্যতে চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারি, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, ধামগড় ইউপির চেয়ারম্যান মাসুম আহম্মেদ, মুছাপুর ইউপির চেয়ারম্যান মাকসুদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা নাসরিন প্রমুখ।
ইমামদের মাঝে ত্রাণ বিতরণ
মহামারী করোনাভাইরাস মোকাবেলায় জেলার ইমামদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। বুধবার (৫ মে) বিকেলে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ২শ’ ইমামের মাঝে মানবিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ। খাদ্য সামগ্রী বিতরণ শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, এই কোভিড সবাই একটু কষ্টে রয়েছি, সেজন্য এই ক্ষুদ্র উপহার প্রধানমন্ত্রীর তরফ থেকে। এই কোভিডে আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। মসজিদে যখন আপনি ইমাম হিসেবে থাকেন তখন কিন্তু আপনি দলনেতা। যারা আপনাদের সাথে নামাজ আদায় করে তাদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে বলবেন। এবার কিন্তু ঈদের জামাত মসজিদে হবে। একাধিক জামাত হতে পারে কিন্তু গাদাগাদি করে না হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। মুসল্লিদের বাসা থেকে ওজু করে আসতে বলবেন। যদি ইসলামের যারা প্রকৃত খাদেম তাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সমাগ্রী তুলে দিতে পেরে আমরা ধন্য।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।