Logo
HEL [tta_listen_btn]

না’গঞ্জে ২ করোনা রোগীর মৃত্যু

না’গঞ্জে ২ করোনা রোগীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ১৩ হাজার ১৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এ যাবৎ মোট ২শ’ ১৪ জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বেসরকারী ভাবে আরো বেশী। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে বুধবার (৫ মে) সকালে এ তথ্য প্রকাশ করা হয়। গতকাল ৪ মে থেকে ৫ মে সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ১৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। নতুন করে সিটি কর্পোরেশন এলাকায় ৬ জন, সদরে ৩ জন, বন্দরে ৩ জন, সোনারগাঁয়ে ৪ জন ও রূপগঞ্জে ২ জন আক্রান্ত হয়েছে। জেলায় নতুন করে ২জন পুরুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১শ’ ৯জন ও আক্রান্ত ৫ হাজার ১৯ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৪২ জন ও আক্রান্ত ২ হাজার ৬৮১ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৮৩৮ ও মারা গেছেন ৮ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৮৭১ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ১ হাজার ২১৬ জন ও মারা গেছেন ৩৭ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯০ জন। জেলায় এই পর্যন্ত মোট ১ লাখ ৪ হাজার ৫৩৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯৪ জনের।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com