আড়াইহাজার সংবাদদাতা:
আড়াইহাজারে বেদে স¤প্রদায়ের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশনন্দী ফেরীঘাট এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মল্লিক ও ইউপি সদস্য লিয়াকত আলী প্রমুখ। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু তেল ইত্যাদি। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় ইতিমধ্যে উপজেলার বেশকিছু অসহায় মানুষ, গণপরিবহনের শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বেদে স¤প্রদায়ের লোকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।