Logo

ডুয়েস ক্লাবের ঈদসামগ্রী বিতরণ

ডুয়েস ক্লাবের ঈদসামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঢাকা ইউনিভার্সিটি এক্স-স্টুডেন্টস ক্লাব অফ নারায়ণগঞ্জ লিমিটেড (ডুয়েস ক্লাব) এর উদ্যোগে শুক্রবার (৭ মে) বাদ জুম’আ কর্মহীন দুস্থদের মাঝে মানবিক খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৈশি^ক মহামারি করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহের পাশে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত এই মানবিক কার্যক্রমে ৮৫টি দুস্থ পরিবারকে সহায়তা দেয়া হয়। ডুয়েস ক্লাবের সদস্যদের নিজস্ব অর্থায়নে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে প্রতি বছর যে ইফতার পার্টি করা হতো, করোনার কারণে গত বছরের মতো এবারও তা স্থগিত করে করোনায় কর্মহীনদের মাঝে ঈদসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়। এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মর্তুজা রানাকে আহŸয়ক করে চার সদস্যবিশিষ্ট একটি সাব কমিটি করা হয়। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এই কমিটি অর্থ সংগ্রহ থেকে শুরু করে ঈদসামগ্রী কেনা ও প্যাকেটজাতসহ আনুসঙ্গিক সমস্ত কাজ অত্যন্ত সুচারুরূপে সম্পন্ন করে। নেপথ্য থেকে সাব কমিটিকে সার্বিক সহায়তা দেন ক্লাবের সভাপতি আমজাদ হোসেন খসরু এবং সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার সাঈদ। প্রসঙ্গত, গত বছর করোনাকালে জনসচেতনামূলক কার্যক্রম হিসেবে জেলা প্রশাসকের উপস্থিতিতে ডুয়েস ক্লাবের পক্ষ থেকে জেলখানায় কয়েদীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন সময় নানা ধর্মীয়, সামাজিক ও জাতীয় দিবসগুলোতে ডুয়েস ক্লাব নানা কর্মসূচির মাধ্যমে সক্রিয় ভ‚মিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com