নিজস্ব সংবাদদাতা:
দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে কর্তৃপক্ষের টনক নড়েছে। নগরীর খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা হাসপাতালে (করোনা হাসপাতালে রূপান্তরিত)করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্যঅক্সিজেনট্যাংক স্থাপন করা হয়েছে। এখন অপেক্ষায় থাকতে হবে লিকুইড অক্সিজেন সরবরাহের। অক্সিজেন সরবরাহ শুরু হলে ঈদের পর থেকে রোগীদের হাই-ফ্লো অক্সিজেন সেবা দিতে পারবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের তত্ত¡াবধায়ক (সুপার) ডা. আবুল বাসার জানান, রোববার (৯ মে) হাসপাতাল চত্ত¡রে অক্সিজেন ট্যাংক স্থাপন করা হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় এই ট্যাংক স্থাপন করেছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতর থেকে নিয়মিত লিকুইড অক্সিজেন সরবরাহ করা হবে। অক্সিজেন সরবরাহ শুরু হলে ঈদের পর থেকে হাইফ্লো অক্সিজেন সেবা দেয়া সহজ হবে। অর্থাৎ করোনা রোগীদের অক্সিজেন সেবা দিতে আর কোনো ধরণের সমস্যা থাকবে না। তিনি বলেন, ‘এক সাপ্লাইতে ১৪ হাজার টন লিকুইড আসবে। এই অক্সিজেনের মাধ্যমে ৫শ’ শয্যা কভার করা যাবে। যদিও আমাদের হাসপাতালে বর্তমানে আইসিইউ ও আইসোলেশন মিলিয়ে ১১০ শয্যা রয়েছে। হাসপাতালে শয্যা বাড়ালেও সমস্যা হবে না। নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালেও একটি ট্যাংক স্থাপন করা হয়েছে। তবে ওই ট্যাংকের তুলনায় আমাদের হাসপাতালের ট্যাংক আয়তনে বড়।’
ডা. আবুল বাসার জানান, গত এক বছরে এই হাসপাতালে ১ হাজার ৭৮১ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৬০ জন মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৩ জন। তাদের মধ্যে ৬ জন রয়েছেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।