সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমূল শিশুদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার (৯ মে) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) রেজা মাসুম প্রধান শিশুদের হাতে এই ত্রাণ তুলে দেন। তিনি বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় মিজমিজি আইডিয়াল স্কুলের সামনে প্রায় ৬০ জন ছিন্নমূল শিশুর মাঝে ত্রাণ বিতরণ করা হয়। তিনি আরো বলেন, ত্রাণ সহযোগিতা পেয়ে শিশুরা খুশিতে আবেগ আপ্লত হয়ে যায়। ঈদকে সামনে রেখে জেলা প্রশাসক স্যারের এ সহযোগিতার হাত বাড়ানো সমাজের স্বচ্ছল ব্যক্তিদেরকেও উৎসাহিত করবে। আর এভাবেই সমাজ তথা দেশ এগিয়ে যাবে উন্নত বাংলাদেশ বিনির্মাণে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।