নিজস্ব সংবাদদাতা:
আন্তঃজেলা গাড়ী চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাইকৃত মাইক্রোবাস (ঢাকা- মেট্রো- চ-১৩-৬৫৭৫), দুটি ব্যাটারী চালিত অটোরিক্সা, একটি ব্যাটারী চালিত মিশুক ও একটি প্রাইভেট কারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
শনিবার (৮ মে) রাতে ফতুল্লা থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ফতুল্লা থানার দেলপাড়া কলেজ রোডের মোঃ হযরত আলীর ছেলে মামুন (৩০), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার কাদিরদা পশ্চিম পাড়ার মোঃ হান্নান তালুকদারের ছেলে ও ফতুল্লা থানার ইসদাইর বুড়ির দোকানের রাজু মহাজনের অটোরিক্সা গ্যারেজের মোঃ রাসেল তালুকদার(৩৫), ফতুল্লা থানার কায়েমপুরের ফকিরা গার্মেন্টস সংলগ্ন শাহিন মিয়ার ভাড়াটিয়া রমজান মিয়ার ছেলে ইব্রাহিম, ফরিদপুর জেলার সদরপুর থানার চর রামনগরের মোঃ হাবিব মোল্লার ছেলে সম্রাট আকবর (২৬), ফতুল্লা থানার পূর্ব ইসদাইর বুড়ির দোকানের আসাদুজ্জামান মন্ডলের ছেলে রাজু আহম্মেদ (৪০) ও একই থানার কায়েমপুর পূর্বপাড়ার নুরুল ইসলামের ছেলে মোঃ আরিফ হোসন (২৫)। ফতুল্লা থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে ফতুল্লা থানার উপপরিদর্শক ইমানুর ও উপপরিদর্শক হুমায়ুন সঙ্গীয় ফোর্সসহ ফতুল্লা থানার পৌষাপুকুর পাড়স্থ টাগারপাড়, কায়েমপুর ফকিরা গার্মেন্টসের পিছনে বিলাশ নগর ও ইসদাইর বুড়ির দোকন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃ জেলা গাড়ি চোর চক্রের ছয় জনকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের কাছ থেকে একই দিনে রাত ৮ টার দিকে কায়েমপুর ফকিরা গার্মেন্টস ১নং গেইট সংলগ্ন ডাচ বাংলা বুথের সামনে থেকে চোরাইকৃত মাইক্রোবাস সহ দুটি অটোরিক্সা,একটি মিশুক ও একটি প্রাইভেট কারের কাটা যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা গাড়ী চোর চক্রের সক্রিয় সদস্য। শনিবার রাতে কায়েমপুর হতে চোরাই মাইক্রোবাসসহ তাদের হেফাজত থেকে দুটি অটোরিক্সা, একটি মিশুক ও একটি প্রাইভেট কার কাটা-যন্ত্রাংশ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা সকলেই পেশাদার গাড়ী চোর চক্রের সদস্য।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।