সোনারগাঁ সংবাদদাতা:
মাদ্রাসার এতিম শিশু ও শিক্ষার্থীরা ফুল বাগানের ভালোবাসা। তারা আল্লাহতালার প্রিয়, আমাদের সকলেরও প্রিয়। এতিমদের প্রতি সবাই ভালোবাসায় সহযোগিতার হাত বাড়াবেন বলে আহবান জানিয়েছেননারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এর আগে আমলাপাড়ার আল মদিন নূর বক্স মিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীদের নিজজ হাতে ঈদের নতুন পোশাক উপহার তুলে দেন এমপি লিয়াকত হোসেন খোকা। সোমবার (১০ মে) দুপুরে নতুন পোশাক পেয়ে কোমলমতি শিশুরা উল্লসিত হয়ে ওঠে। মুখে তাদের ইদ আনন্দের হাঁসি।
এ সময় লিয়াকত হোসেন খোকা এমপি আরও বলেন, ‘সমাজের সর্বস্তরের সামর্থ্যবান মানুষ যদি অসহায় সুবিধাবঞ্চিতদের দিকে একটু সুদৃষ্টি দেন, তাহলে আমাদের সমাজে সুবিধাবঞ্চিতদের মুখেও হাসি ফোটানো সম্ভব।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা আবদুর সবুর, নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতির নেতা ফয়সাল আহমেদ ভূইয়া, জাতীয় পার্টির নেতা রাশেদ রেজা, জাতীয় পার্টির নেতা মোঃ হানিফ, নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতির নেতা মোঃ আসাদুজ্জামান টুটুল ও ইমাম আবু তালেব প্রমুখ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।