Logo

মধ্যবিত্তের পাশে তানভীর টিটু

মধ্যবিত্তের পাশে তানভীর টিটু

নিজস্ব সংবাদদাতা:
চলছে করোনার কঠিন দুঃসময়। এরই মধ্যে দু’দিন পর ঈদ। নিম্ন আয়ের মানুষ চেয়ে বা কোথাও গিয়ে সহায়তা নিতে পারলেও, সমস্যা মধ্যবিত্ত পরিবারের। না কাউকে বলতে পারে, না চাইতে পারে। এমন পরিবারের গোপন তালিকা করে তাদের ঘরে ঘরে ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছেন তানভীর আহম্মেদ টুটু। যিনি নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি, নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। এ কাজে স্বেচ্ছাশ্রম দিয়ে মানব সেবায় করে যাচ্ছে ‘মুক্ততরী’ নামের একটি সংগঠন। সহায়তার প্রথম ধাপে তানভীর আহম্মেদ টুটু সোমবার (১০ মে) বিকেলে ৫০টি পরিবারের জন্য ‘মুক্ততরী’ সংগঠনের প্যাকট বুঝিয়ে দেন। প্রতিপ্যাকেটে ছিলো ঈদ সামগ্রীর তেল, চিনি গুড়া চাল, ২ প্যাকেট সেমাই, গরম মশলা, গুড়া দুধ, চিনি ও লবন।তানভীর আহম্মেদ টিটু বলেন, করোনা মহামারির এই দুঃসময়ে অনেক মধ্যবিত্ত পরিবার অসহায় হয়ে পরেছে। যারা লজ্জায় কারো কাছে বলতেও পারে না। তাদেরই ১০০ টি পরিবারের তালিকা করেছে ‘মুক্ততরী’ নামের একটি সংগঠন। আজ সেই তালিকার ৫০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য আতাউর রহমান মিলন, মুক্ততরী সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক জয় দত্ত, মুক্ততরীর প্রীতম, হেড অফ প্রোগ্রাম ম্যানেজমেন্ট কুমার দাস, মুক্ততরীর হেড অফ কমিউনিকেশন মোঃ সোহেল রানা, সিনিয়র প্রজেক্ট অফিসার (২ টাকায় হাসি) মোঃ ফজলে রাব্বি, রাহিম ও অনাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com