নিজস্ব সংবাদদাতা:
পবিত্র ঈদুল ফিতরে নারায়ণগঞ্জ জেলার কয়েকটি এলাকায় গ্যাসের চাপ কম থাকবে অথবা গ্যাস বন্ধ থাকারও আশঙ্কা রয়েছে। আগামী ১৫ মে রাত ১০টা পর্যন্ত গ্যাসের এ সঙ্কট বিরাজমান থাকার কথা জানিয়েছেন তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।দুটি গ্যাসক্ষেত্রে রক্ষণাবেক্ষণ ও কম্প্রেসার মেরামতের জন্য ছয় দিন নারায়ণগঞ্জে বিভিন্ন এলাকায় গ্যাসের সঙ্কট দেখা দেবে ঈদের সময়। সোমবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তি:তে বলা হয়, জাতীয় গ্যাস গ্রিডের সক্ষমতা বৃদ্ধি ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার (১০ মে) সকাল ৬টা থেকে ১৫ মে রাত ১০টা পর্যন্ত আশুগঞ্জ কম্প্রেসার মেশিন বন্ধ থাকবে। এর মধ্যে ঈদের দিন এবং তার পরদিন বিবিয়ানা ও বাঙ্গুরা গ্যাসক্ষেত্র আংশিক আবার অনেক ক্ষেত্রে সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে ওই সময়ে এলেঙ্গা, টাঙ্গাইল, নরসিংদী, জয়দেবপুর, দনুয়া, আমিনবাজার, আশুলিয়া, সাভার, মানিকগঞ্জ, মাধবদীর মতো নারায়ণগঞ্জের ভুলতা, আড়াইহাজার, তারাবো ও সংলগ্ন এলাকায় গ্যাসের ‘স্বল্প চাপ বিরাজ করবে’ বলে বিজ্ঞপ্তি:তে জানানো হয়।গ্যাস উৎপাদন বা বিতরণে কী পরিমাণ ব্যাঘাত ঘটবে, তা সুনির্দিষ্ট করে বলতে পারেনি তিতাস। তিতাস গ্যাসের জনসংযোগ শাখার ব্যবস্থাপক মির্জা মাহবুব হোসেন বলেন, এই সংস্কার কাজে কী পরিমাণ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কখনও গ্যাসের চাপ কমবে, আবার কখনও পুরোপুরি বন্ধ থাকবে। একইভাবে কিছু কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে, আবার কিছু কিছু এলাকায় গ্যাস বন্ধ থাকবে। সব মিলিয়ে সরবরাহ বিঘিœত ঘটবে বলা যায়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।