নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীনারায়ণগঞ্জবাসীকেপবিত্র ঈদুল ফিতরের মুবেচ্ছা জানিয়ে বলেছেন, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনেই ঈদ উদযাপন করতে হবে। তা না হলে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। মঙ্গলবার (১১ মে) সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এ কথা বলেন। করোনা পরিস্থিতি বিবেচনায় তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করার অনুরোধ জানান। করোনার এই পরিস্থিতিতে ঈদ উদযাপন অন্যান্য স্বাভাবিক সময়ের মতো হবে না। করোনা সংক্রমণরোধে সকলের উচিত স্বাস্থ্যবিধি মেনে ঈদের অনুষ্ঠানিকতা সম্পন্ন করা। ঈদ উদযাপনের ক্ষেত্রে সকলে স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমে আসবে। সকলে ঘরে থাকুন, সুস্থ থাকুন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।