Logo

নড়াইলের কালিয়ায় নছিমন উল্টে কিশোর নিহত, আহত ৩

নড়াইলের কালিয়ায় নছিমন উল্টে কিশোর নিহত, আহত ৩

নড়াইল সংবাদদাতা :

নিষিদ্ধ ঘোষিত নছিমন গাড়িতে চড়ে সাউন্ডবক্স বাজিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে গিয়ে নছিমন উল্টে কালিয়ায় মো. ওবায়দুল ভূইয়া (১৫) নামে এক কিশোর নিহত ও ৩ জন আহত হয়েছে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ওবায়দুল উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের জাহাঙ্গীর ভূইয়ার ছেলে। ঈদের দিন সকালে উপজেলার কালিয়া-নড়াইল সড়কের কালিতলা মোড় নামক স্থানে ওই সড়ক দূর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, নিহত ওবায়দুলসহ ওই গ্রামের ৫-৬ জন বন্ধু মিলে একটি নছিমন গাড়ী ভাড়া করে সাউন্ডবক্স বাজিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে ওই দিন সকালে রাস্তায় বেরিয়ে পড়ে। সকাল ১১ দিকে তারা কালিয়া-নড়াইল সড়কের কালিতলা মোড়ে তাদের নছিমনটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়লে ওবায়দুল ঘটনাস্থলেই নিহত হয় এবং একই গ্রামের মুরসালিন শেখের ছেলে রামিম শেখ (১৭), মুক্তার শেখের ছেলে নয়ন শেখ (২৩) ও রিকায়েত শেখের ছেলে মাইম শেখ (২৫) আহত হয়। কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেছেন, নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com