Logo

নড়াইলের নড়াগাতীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত, ৫ জনের অবস্থা আশংকাজনক!

নড়াইলের নড়াগাতীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত, ৫ জনের অবস্থা আশংকাজনক!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয় (নড়াইল) :

নড়াইলের নড়াগাতী থানার ৬ নং খাশিয়াল ইউনিয়নের পেঁচিডুমুরীয়া গ্রামে আধিপত্য বিস্তার ও জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে মোল্যা ও শেখ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন্য আহত এবং ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ১৬মে (রবিবার) সাড়ে ১১ টার দিকে উভয় পক্ষ ওই গ্রামের মাঠে সংঘর্ষে লিপ্ত হয়। আহতরা হলেন ওই গ্রামের ইঞ্জাল মোল্যার ছেলে রব্বিল মোল্যা (৩৫), দলিল উদ্দিন মোল্যার ছেলে মশিয়ার (৪০), ফুরকান শেখের ছেলে মহিদ শেখ (৪০), রকিব শেখ (৩৮) ও হাবিব শেখ (২৮), গিরু মিয়ার ছেলে বিপুল (৪০) ও মৃত মালা শেখের ছেলে হান্নাত শেখ (৬০), মৃত নজিম শেখের ছেলে মিটু শেখ (৪৫), ইসলাম শেখ (৪০), রবি শেখ (৩০) রইচ শেখ (২৭)সহ অজ্ঞাত দু’জন। আহতদের কালিয়া স্বাস্থকমপ্লেক্স ও গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রব্বিল শেখ, হাবিব শেখ ও হান্নান শেখসহ ৫ জনের অবস্থা আশংকাজনক হওয়া তাদেরকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ওই গ্রামের মোল্যা ও শেখ গ্রুপের মধ্যে জমাজমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন অজুহাতে দ্বন্দ্ব লেগেই থাকে। তারই জেরে উভয় পক্ষ এ সংঘর্ষে লিপ্ত হয়। এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করাসহ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোন পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com