নিজস্ব সংবাদদাতা:
প্রতি বছরের ন্যায় এবারো পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে সন্ধি সামাজিক সংগঠন। বুধবার (১২ মে) সকালে দেওভোগ কৃষ্ণচূড়ার মোড় এলাকায় এ ঈদসামগ্রী বিতরণ করা হয়। প্রায় ২ হাজার অসহায় পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিলো, মুরগী, পোলাও চাউল, চিনি, সেমাই, ইত্যাদি। ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পশ্চিম দেওভোগ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও সন্ধি সামাজিক সংগঠনের উপদেষ্টাআলহাজ্ব আহাম্মদ আলী বেপারী, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক সভাপতি দুলাল মল্লিক, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ও বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল, সন্ধি সামাজিক সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক খান আব্দুল কাদির মাহাবুব বাবু, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সাবেক সদস্য ও সন্ধি সামাজিক উপদেষ্টা মোঃ সামসুল করিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আবুল কাশেম হাসি। সন্ধি সামাজিক সংগঠনের সভাপতি মোঃ নূরউদ্দিন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সন্ধি সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান, সিনিয়র সহ সভাপতি মোঃ শাহীন হোসেন সরকার, সহ সভাপতি মোঃ মোমিন, মোঃ সালাউদ্দিন, ক্রীড়া সম্পাদক অভি চৌধুরী, সমাজ কল্যান সম্পাদক গোলাম রাব্বী, দপ্তর সম্পাদক শংকর দাস, সহ প্রচার সম্পাদক হীরা, কোষাধ্যক্ষ মোঃ আবুল কালাম, সহ কোষাধ্যক্ষ মোঃ রোহান, কার্যকরী সদস্য খালিদ হোসেন পলাশ, সদস্য সুমন, সিয়াম, কানাই, আকাশ, তুহিন, আরাফাত, নয়ন, শাহীন প্রমুখ। সভাপতির বক্তব্যে নূরউদ্দিন সাগর বলেন, আমরা সমাজের সকলকে নিয়ে একসাথে হাসতে চাই। ঈদের দিনেও যেসব পরিবারে উৎসব থাকেনা, চাই সেই সব পরিবারের মাঝে হাসি ছড়িয়ে দিতে। আর তাইতো প্রতি বছরেই থাকে আমাদের তথা সন্ধি সামাজিক সংগঠনের ক্ষুদ্র প্রচেষ্টা। সন্ধির এ ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যদিয়ে প্রতি বছর ২ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। জানি এটাও খুব সামান্য। তবে আমরা চেষ্টা করবো আগামীতে আরও বেশি অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মধ্যদিয়ে ঈদের আনন্দ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দিতে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।