নিজস্ব সংবাদদাতা:
সামান্য বৃষ্টিতেই নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। এছাড়াও সিটি করপোরেশনের বিভিন্ন এলাকার অলিগলি বৃষ্টির পানিতে জলমগ্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (১৮ মে) বিকেলে আধ ঘণ্টা ব্যাপী বৃষ্টিতে শহরের সব রাস্তা তলিয়ে যায় পানিতে। এতে নগরবাসী ও জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষেরা পড়েন বিপাকে। সরেজমিনে দেখা যায়, শহরের চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক, মিশনপাড়া, গলাচিপা কলেজ রোড, রূপার বাড়ি, দেওভোগ নাগবাড়ি মোড়, জামতলাসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে স্বাভাবিক যানবাহন রিকশা চলাচলেও বাড়তি বিড়ম্বনা পোহাতে হয়। আর এ সময় জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ পরে বিপাকে। শহরের চাষাঢ়ার বাসিন্দা ইফরান জানান, ইতোমধ্যেই বর্ষার সময় চলে এসেছে। এখনি অল্প বৃষ্টিতে নগরের এ অবস্থা। দ্রুত যদি নাসিক এ ব্যাপারে পদক্ষেপ না নেয়, তাহলে হয়তো সামনে আমাদের জন্য বড় বিপর্যয় অপেক্ষা করছে। এদিকে, নগরবাসীও দ্রুত এ ব্যাপারে নাসিক মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছেন। একইসঙ্গে তারা বলেছেন, যদি তিনি এই বর্ষা মৌসুমকে অবহেলা করেন তাহলে ফলে পানি জমে ক্ষতির সম্মুখিন হবে নগরবাসী, করোনামহামারির সাথে বাড়বে ডেঙ্গুর প্রকোপসহ নানা রোগবালাই।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।