নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে ৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায়আক্রান্ত বেড়ে মোট রোগীর সংখ্যাহলো ১৩ হাজার ২৫৬ জন। এর মধ্যে মারা গেছেন ২১৭ জন। আর সুস্থ হয়েছেন ১২ হাজার ৮শ’ ৭৮ জন। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে রোববার (২৩ মে) সকালে এ তথ্য প্রকাশ করা হয়।২২ মে থেকে ২৩ মে সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৩৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নিয়ে মোট ১ লাখ ৯ হাজার ৪৭ জনের নমুনা সংগ্রহ করা হলো। নতুন করেআক্রান্ত ৬ জনের মধ্যে সিটিকর্পোরেশন এলাকায় ১ জন, সদর উপজেলায় ৩জন রূপগঞ্জে ২ জন রয়েছেন। তবেনতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।