Logo

না’গঞ্জে ২৪ ঘন্টায় ১২ করোনা রোগী

না’গঞ্জে ২৪ ঘন্টায় ১২ করোনা রোগী

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১২ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১৩ হাজার ২৯০ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ২১৭ জন। মঙ্গলবার (২৫ মে) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সদরে ৪ জন, বন্দরে ১ জন, সোনারগাঁয়ে ১ জন ও রূপগঞ্জে ৬ আক্রান্ত হয়েছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ১১১ জন ও আক্রান্ত ৫ হাজার ৬৭ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৪২ জন ও আক্রান্ত ২ হাজার ৭৪০ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৮৬০ ও মারা গেছেন ৯ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৮৯২ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ১ হাজার ২৪৭ জন ও মারা গেছেন ৩৭ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৪ জন। জেলায় এই পর্যন্ত মোট ১ লাখ ৯ হাজার ৬৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০৭ জনের। করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ১২ হাজার ৯২৩ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৪ হাজার ৯৩৩ জন, সদর উপজেলার ২ হাজার ৬৬৪ জন, রূপগঞ্জের ২ হাজার ৪১৫ জন, আড়াইহাজারের ৮৭৪ জন, বন্দরের ৮৩৯ ও সোনারগাঁয়ের ১ হাজার ১৯৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com