দেশের আলো রিপোর্ট:
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, রিকশাতে মোটর লাগাতে দেওয়া উচিত। এতে আপনার কষ্ট হবে না। রিকশাচালকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের সন্তানেরাও বিশ্ববিদ্যালয়ে পড়–ক, পয়সা লাগবে না। আমরা ব্যবস্থা করবো। আপনাদের ব্যথা সরকার বোঝে না। আর টাকার ব্যবস্থা করে দিতে চাই যেন আপনারা রিকশার মালিক হতে পারেন। মঙ্গলবার (২৫ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে রিকশাচালক, ভ্যান চালক, ফেরিওয়ালা ও ফুটপাতের ছোট দোকানদারদের জন্য বিশেষ গণস্বাস্থ্যবীমা ও খাদ্য সহয়তার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, চিকিৎসাতে আপনাদের অনেক টাকা খরচ হয়ে যায়। আমরা এমন একটা ব্যবস্থা করতে পারি ডাক্তার দেখাতে আপনার এক পয়সাও খরচ হবে না। এখানে বিনা পয়সায় ডাক্তার দেখানো হবে। এজন্য মাসে ২শ’ টাকা চাঁদা দিতে হবে। তাহলে প্রসবকালীন সকল সুবিধা পাবেন বিনা পয়সায়। চোখের চিকিৎসা করা হবে বিনা পয়সায়। কোন রোগের জন্য হাসপাতালে বিনা পয়সায় ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন। এক্সিডেন্ট বা অন্য কিছুর জন্য রক্তের প্রয়োজন হলে বিনা পয়সায় রক্তের ব্যবস্থা করা হবে। বাচ্চার মুসলমানী করা হবে বিনা পয়সায়। এছাড়াও আরও অনেক সুযোগ আছে। এই জন্য মাসে দুইশো টাকা করে চাঁদা দিতে হবে। তিনি বলেন, আমরা আপনাদের সাথে থাকতে চাই। কিন্তু বিড়ি সিগারেট পান খাওয়া ছেড়ে দিতে হবে। আমরা আরো একটি জিনিস চাই, আপনাদের সন্তানেরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাক। এই দেশ শুধু বড়লোকের না। এই দেশ সকলের দেশ। আমরা আমাদের অধিকার চাই।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।