Logo

সমাজতান্ত্রিত ছাত্র ফ্রন্টের স্মারকলিপি পেশ

সমাজতান্ত্রিত ছাত্র ফ্রন্টের স্মারকলিপি পেশ

নিজস্ব সংবাদদাতা:
সকল শিক্ষার্থীকে ভ্যাকসিন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের করোনাকালের বেতন ফি মওকুফ করা এবং শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের জন্য বিনামূল্যে ডিভাইস ইন্টারনেট সেবা ওকরোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দসহশিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫% বরাদ্দের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে দেন। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্তে¡ মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার অর্থ সম্পাদক মুন্নি সরদার, ফতুল্লা থানার সংগঠক ফয়সাল আহম্মেদ রাতুল, শহর শাখার সংগঠক সাইফুল ইসলাম প্রমূখ।নেতৃবৃন্দ বলেন,করোনা মহামারির কারণে শিক্ষার্থীদের শিক্ষা জীবন আজকে হুমকির মুখে পড়েছে। বাংলাদেশে করোনা মহামারি আরও বিপর্যয়ের শঙ্কা তৈরি করেছে। এরমধ্যে আমাদের করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে হচ্ছে। তাই আদৌ কবে শিক্ষাজীবন স্বাভাবিক হবে তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছে শিক্ষার্থীরা। দেশে সব মিলিয়ে শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৫ কোটি। এর প্রায় অর্ধেক শিক্ষার্থীর শিক্ষাজীবনই আজ বির্পযস্ত ও অনিশ্চিত। অন্যদিকে নেওয়া হচ্ছে অনলাইনে ক্লাস। কিন্তু অনলাইন কøাস নেওয়ার জন্য যে পরিমান আয়োজন থাকার প্রয়োজন তা নেই। প্রায় ৮৭% ছেলেমেয়েরা অনলাইন ক্লাস থেকে বঞ্চিত। এই সংকট দূরীকরণে আমরা মনেকরি সকল শিক্ষার্র্থীদের হাতে ডিভাইস ও ইন্টারনেট ফ্রি করে দিলে কিছুটা হলেও এই সংকট দূর হবে। এই শিক্ষার্থীদের শিক্ষাজীবন রক্ষার্থে সরকারের কোন ধরনের আয়োজন নেই। এটা সরকারের দুর্যোগ মোকাবিলায় ব্যর্থতার পরিচয় বহন করে। এরই মধ্যেই আমরা জানি আগামি ৩ জুন ২১-২২ অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছে সরকার। কিন্তু আমরা চলতি অর্থ বছরে দেখেছি শিক্ষা ও প্রযুক্তি খাত মিলিয়ে বরাদ্দ করা হয়েছে ১৫.১০ শতাংশ। যেখানে শুধু শিক্ষাখাতে বরাদ্দ হয়েয়ে মাত্র ১১.৬৯ শতাংশ, এটা খুবই অল্প বরাদ্দ। শিক্ষাখাতকে ঢেলে সাজাতে প্রয়োজন জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ করা। তাই শিক্ষাজীবন বাচাঁতে হলে আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে বিশেষ মনযোগ দেওয়া প্রয়োজন নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ, অতিদ্রæত সকল শিক্ষার্থীদেরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে এসে কিভাবে শিক্ষাজীবনকে সচল করা হবে তার একটি সুনির্দিষ্টি পরিকল্পনা প্রয়োজন। সাধারণ মানুষের সন্তানদের লেখাপড়ার খরচ মেটানো সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের বেতন-ভাতা মওকুফ, সরকারের তরফ থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের আর্থিক প্রণোদনা প্রদান এবং অনাবাসিক ছাত্রদের বাসাভাড়া, মেসভাড়া মওকুফের দাবি আজ যুক্তিসঙ্গত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com