Logo

না’গঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ করোনা রোগী

না’গঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ করোনা রোগী

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনা ,ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১৪ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১৩ হাজার ৩৩৫ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্তমারা গেছেন ২১৭ জন।শনিবার (২৯ মে) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়। নতুন করে সিটিকর্পোরেশন এলাকায় ২ জন, সদরে ১ জন, আড়াইহাজারে ৪ জন, সোনারগাঁয়ে ৬ জন ও রূপগঞ্জে ১ আক্রান্ত হয়েছেন।জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে সিটিকর্পোরেশন এলাকায় মারা গেছেন ১১১ জন ও আক্রান্ত ৫ হাজার ৭৮ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৪২ জন ও আক্রান্ত ২ হাজার ৭৪৮ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৮৬৪ ও মারা গেছেন ৯ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৮৯৬ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ১ হাজার ২৫৯ জন ও মারা গেছেন ৩৭ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৯০ জন।জেলায় এই পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৩৫৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯০ জনের।
করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে ফিরেছেন মোট ১২ হাজার ৯৬০ জন। তার মধ্যে সিটিকর্পোরেশন এলাকার ৪ হাজার ৯৪০ জন, সদর উপজেলার ২ হাজার ৬৭৪ জন, রূপগঞ্জের ২ হাজার ৪২৮ জন, আড়াইহাজারের ৮৭৬ জন, বন্দরের ৮৪০ ও সোনারগাঁয়ের ১ হাজার ২০২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com