সোনারগাঁসংবাদদাতা:
গ্যাস সংযোগ বন্ধ দেওয়ার প্রতিবাদে তিতাস গ্যাস কোম্পানির রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়ার অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে গ্রাহকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ মে) তিতাসের সোনারগাঁ জোনাল অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মিজবাহ উর রহমান বাদীহয়ে রূপগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় এজাহার নামীয় ২৪ জন ছাড়াও অজ্ঞাতনামা ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তাদের নিয়ন্ত্রণাধীন বন্দর উপজেলার কয়েকটি এলাকার গ্রাহকরা সরকারি গ্যাসসংযোগ নিয়ে ব্যবহার করছেন। তবে তারা দীর্ঘদিন যাবৎ বিলপরিশোধ করছেননা। বিলপরিশোধের কথা বললে ও তারা কর্ণপাত করেননা। এমন অবস্থায় গত ২৫ মে বাদী তিতাসের লোকাল স্টেশন ও অপারেশন ডিভিশনের ডেমরা অফিসের ম্যানেজার রাবিক হোসেনকে সাথে নিয়ে ওইসব এলাকার গ্যাসসংযোগ লাইন বন্ধকরে দেন। এতে ওইসব এলাকায় গ্যাসসরবরাহ বন্ধহয়ে যায়। মামলায় বাদী প্রকৌশলী মিজবাহ উর রহমান বলেন, গত ২৭ মে সকালসাড়ে ১০টার দিকে আসামিরা লাঠিসোটা হাতে নিয়ে রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়ার অফিসে প্রবেশকরে তাদেরকে গালিগালাজ করেএবং অবরুদ্ধ করে রাখে। বিচ্ছিন্ন গ্যাসলাইনের পুনঃসংযোগ দেওয়ার দাবিতে তারা ওই অফিসের ডিজিএম ড. প্রদীপ চন্দ্র মন্ডল, ম্যানেজার সুরঞ্জিত কুমার দে, প্রকৌশলী আবু রায়হান, প্রকৌশলী রফিকুজ্জামানকে মারধরকরে। অফিসের ভেতর ভাঙচুরও চালায় বলে অভিযোগ তিতাসগ্যাস কোম্পানির সোনারগাঁ জোনালঅফিসের ব্যবস্থাপক মিজবাহ উর রহমানের।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।