Logo
HEL [tta_listen_btn]

জেলা ছাত্র ফেডারেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

জেলা ছাত্র ফেডারেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা:
জেলা ছাত্র ফেডারেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুন) বিকেলে নগরীর ৫নং ঘাটে শীতলক্ষ্যা নদীর পাড় জুড়ে বৃক্ষরোপণ করে জেলা ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দরা। এসময় নেতৃবৃন্দরা শীতলক্ষ্যা নদীর পার জুড়ে বিভিন্ন বনজ ও ঔষধি গাছের চাড়া রোপণ করে। বৃক্ষরোপণ কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ইলিয়াস জামান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, দপ্তর সম্পাদক ইউশা ইসলাম, নতুন কোর্ট অঞ্চল কমিটির আহŸায়ক হামিদুর রহমান, সংগঠক আফসানা ইভা, সংগঠক অরণ্য ভট্টাচার্য প্রমুখ।
কর্মসূচি বিষয়ে সভাপতি ইলিয়াস জামান বলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন প্রাণ প্রকৃতি রক্ষার জন্য সবসময়ই সোচ্চার। শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানে যখন গাছ কাটা হয় তখন বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর নেতাকর্মীরা সেখানে কাটা গাছের পাশে নতুন করে চারাগাছ রোপণ করে প্রতিবাদ জানায়। সরকারের প্রাণ প্রকৃতি বিধ্বংসকারী উন্নয়নের প্রতিবাদে সারা দেশে ১৬ কোটি গাছ লাগানোর ঘোষণা দেন কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা। পরবর্তীকালে সারাদেশে বিভিন্ন জেলায় জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখেন ছাত্র ফেডারেশন এর নেতাকর্মীবৃন্দ। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচিকে সামনে রেখে আজকে নারায়ণগঞ্জে আমরা শীতলক্ষ্যা নদীর পার জুড়ে বৃক্ষরোপণ করেছি। পুরো বর্ষাকাল জুড়ে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com